লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১৭ দশমিক ৭১ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ১০ দশমিক ৮৬ শতাংশ এবং কাগজ খাতে ৪ দশমিক ০৩ শতাংশ করে দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর বেড়েছে- সিরামিক খাতে ০ দশমিক ১৯ শতাংশ, খাদ্য খাতে ১ দশমিক ৭৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ০ দশমিক ০৮ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ০ দশমিক ০৪ শতাংশ, জীবন বিমা খাতে ০ দশমিক ৭১ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৭৮ শতাংশ, বিবিধ খাতে ০ দশমিক ৯১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০ দশমিক ০২ শতাংশ, ওষুধ খাতে ০ দশমিক ২৯ শতাংশ ও সেবা-আবাসন খাতে ২ দশমিক ৬৬ শতাংশ।
অন্যদিকে দর কমা তিন খাত হচ্ছে- আর্থিক, ট্যানারি ও ভ্রমণ-অবকাশ খাতে। আর বাকি তিন খাতের দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এসএম