‘বিপিএলের কোনো বাজার নেই’

‘বিপিএলের কোনো বাজার নেই’
জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো বাজার নেই। আমরা যদি বাজার তৈরি করতে পারতাম তাহলে ভালো হতো।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার এমনটি বলেন।

সাকিব বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ অনেক গোছানো। বহু দিন আগেই দল গঠন হয়ে যায়। কেমন দল হবে সেটা আগের মৌসুমেই ধারণা পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেটা হয় না। সেটা হয় আসর শুরুর পর।

সাকিব আরও বলেন, বিপিএল অনেক দেশে সম্প্রচার করা হয়, কিন্তু কেউ দেখে না। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো ক্রিকেটার ভালো খেললে জাতীয় দলে সুযোগ পায়। কিন্তু বিপিএলে ভালো খেললে তা হয় না। এটা হতাশার।

সাকিব বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনও বাজার নেই, কারণ কোনও বাজার তৈরিই করা হয়নি। আমরা যদি সেটা করতে পারতাম তাহলে ভালো হতো। বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট খেলা হয়, গ্রামে গ্রামে খেলা হয়, এত কিছুর পরও বাজার তৈরি করা যাবে না, এটা বিশ্বাস করা কঠিন!

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের