বিআরবি সিকিউরিটিজের সিইও হলেন আলমগীর হোসেন

বিআরবি সিকিউরিটিজের সিইও হলেন আলমগীর হোসেন
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলমগীর হোসেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পর্ষদ তাকে সিইও হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ক্যারিয়ার আলমগীর হোসেনের।

সবশেষ ২০২১ সালের নভেম্বর মাসে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

১৯৭০ সালের ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আলমগীর হোসেন।

শেয়ারবাজার নিয়ে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ সময় তিনি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিভিন্ন ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনায়ও তার অভিজ্ঞতা। কর্মজীবনে ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও অ্যানালাইসিস, এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

মো. আলমগীর হোসেন ১৯৯৬ সালে সার সিকিউরিটিজে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ থেকে ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এনসিসি সিকিউরিটিজ লিমিটেডে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২০০৫ থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এ প্রিন্সিপাল অফিসার এবং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পযন্ত তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান। সবশেষ মোনার্ক হোল্ডিংসে যোগ দিয়েছিলেন।

শিক্ষাজীবনে মো. আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) থেকে ক্যাপিটাল মার্কেটের ওপর পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ করেছেন।

এছাড়াও তিনি ডিএসই থেকে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং, সিডিবিএল থেকে সিডিএস অপারেটিং, ডিএসই থেকে শেয়ার ট্রান্জেকশন এক্টিভিটিজ, বিআইবিএম থেকে ইনভেস্টম্যান্ট এবং মার্চেন্ট ব্যাংকিং, ইউকে থেকে কাস্টমার সার্ভিস ট্রেনিং, ইন্ডিয়া থেকে আর্থিক বাজারে ডেরিভেটিভ মডিউল ট্রেনিং এবং বিকল্প মূল্য নির্ধারণ এবং ট্রেডিং মৌলিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইক্যুইটি সিকিউরিটিজের ঝুঁকি ট্রেনিং, বাংলাদেশ ব্যাংক থেকে এন্টি মানি লন্ডারিং এবং সিএফটি ট্রেনিং এবং নিউজিল্যান্ড থেকে সিইও ট্রেনিং নিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন