এক বছর বাড়ছে ইভিএম প্রকল্পের মেয়াদ

এক বছর বাড়ছে ইভিএম প্রকল্পের মেয়াদ
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের ব্যয় না বাড়িয়ে মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ মে) ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের সভায় ইভিএম প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রকল্পটি ব্যয় বাড়ানো হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, না, ব্যয় বাড়ানো হবে না। শুধু এক বছর মেয়াদ বাড়ানো হবে।

যে কোনো সময় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবনাটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

ইভিএম প্রকল্পের ব্যয় না বাড়িয়ে এক বছর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন এজেন্ডার সভায় অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে ইসির এক সমন্বয় সভায় প্রকল্পটির মেয়াদ এক বছর বাড়ানোর সঙ্গে ৪০ কোটি টাকা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না, তাই এ সংক্রান্ত প্রচার-প্রচারণা, প্রশিক্ষণ, যাতায়াতসহ বিভিন্ন ধরনের ব্যয় বাবদ অনেক খরচ কমে যাচ্ছে। এ কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হলেও ব্যয় বাড়ছে না।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু