ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ মে) কোম্পানিটির ৭২ লাখ ৬১ হাজার ৪১৪টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন হওয়া শেয়ারের আর্থিক মূল্য ২৭ কোটি ৮৪ লাখ টাকার বেশি।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের ২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল।
আজ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, বিডিকম অনলাইন, সি পার্ল বিচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটি কনসালটেন্ট এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসইতে মোট ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ৯৪টির, কমেছে ৫৬টির। বাকি ১৯৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম