ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২০ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ৪ লাখ ১৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৪ কোটি ৯ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–নাভানা ফার্মার ৭.১৩ শতাংশ, মেঘনা লাইফের ৭১.২ শতাংশ, মেঘনা পেটের ৭.১২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৪৮ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৩৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৫.৯০ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ দর কমেছে।