এনবিআর জানায়, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানি করদাতা সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের জন্য এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণীর করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণীর করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়। ক্যালেন্ডার বছর শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এই রিটার্ন জমা দেয়ার বিধান রয়েছে। সে হিসাবে ২০২২ সালের বার্ষিক আয়কর রিটার্ন ২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যে জমা দেয়ার শেষ সময় ছিল।