ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ মে) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম