সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ মে) ডিএসইতে বিএসসির ৩৬ লাখ ৬৭ হাজার ৬৭৬টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৪৯ কোটি ১৬ লাখ টাকা।
বিমা খাতের কোম্পানি রুপালী লাইফ ইন্স্যুরেন্স এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ডিএসইতে আজ কোম্পানিটির ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জেমিনি সি ফুডের এদিন ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
বিমা খাতের অপর দুই কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের যথাক্রমে ২১ কোটি ৭২ লাখ ও ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ৯০ লাখ, মুন্নু সিরামিকসের ১৯ কোটি ৫৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ১৮ কোটি ৫৮ লাখ এবং ইউনিক হোটেলের ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।