বুধবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান হেলমেট তৈরি ও বিক্রি করলে তাদের বিএসটিআইয়ের অনুমোদন নিতে হবে। মানহীন হেলমেটের কারণে সড়কে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এ জন্য বিএসটিআইয়ের স্পেসিফিকেশন অনুযায়ী হেলমেট বিক্রি করতে হবে।
এছাড়াও, বৈঠকে টার্মিনাল ছাড়া কোনো পরিবহণ থেকে সার্ভিস চার্জ আদায় না করার সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও জোর দেয়া হয়।
অর্থসংবাদ/এসএম