গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। এছাড়াও ‘ডিএস ৩০’ সূচকে গেল সপ্তাহে ০ দশমিক ৯৩ পয়েন্ট যোগ হয়েছে। তবে অপর সূচক ‘ডিএসই এস’ ৩ দশমিক ৭৫ পয়েন্ট হারিয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহ শেষ বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার টাকায়।
সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৪টির। বিপরীতে ১০৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এক সপ্তাহে কোম্পানিটির ১৭৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
সপ্তাহ শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর কমেছে ৫৮ দশমিক ০৭ শতাংশ।
অর্থসংবাদ/এসএম