ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল পরিমাপের বিডিটি বিবেচনায় একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জমিটি মৌজা: হিমারদীঘি, থানা: টঙ্গী, জেলা: গাজীপুরে অবস্থিত।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল এই জমির দাম নির্ধারণ করেছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।