ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ মে) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংকের ১ কোটি ৩৯ লাখ, ঢাকা ইন্স্যুরেন্সের ১ কোটি ২০ লাখ, এমারেল্ড অয়েল ১ কোটি ২৪ লাখ, জেমিনি সী ২ কোটি ৯ লাখ, লুব-রেফ বিডি ১ কোটি ৫ লাখ, সোনালী পেপার ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসএম