বুধবার (২৪ মে) কোম্পানির পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে (২০২২) প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫২ পয়সা। এর আগের বছর ইপিএসের পরিমাণ ছিল ৪ টাকা ৩০ পয়সা।
হিসাববছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে প্রভাতী ইন্স্যুরেন্স। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।