এমন কঠিন সমীকরণের এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাইয়ের এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে মুম্বাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারের খেলা শেষে মুম্বাইয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৬ রান।
৪১ ও ৩৩ রান করে আউট হয়েছেন ক্যামেরন গ্রিন ও সুরাইয়া কুমার যাদব। দলীয় ৩৮ রানে ফেরেন দুই ওপেনার রোহিত শর্মা (১৫) ও ইশান কিশান (১১)।
মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ১৭২ রান করে ১৫ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।
আজকের ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। সেই ম্যাচে যারা জিতবে তারা আগামী রোববার ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে খেলবে।