বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ‘সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভুল-ত্রুটি থাকলে বলবেন, আলোচনা করবো, সমাধান করবো। কিন্তু নির্বাচনে বাধা দেওয়া গণতন্ত্রের কাজ নয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সব কিছু চলে। নির্বাচনে বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) এস.এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর -পূর্বাঞ্চল) খুশী মোহন সরকার।