আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন পাপন

আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন পাপন
২০২১ সালে দুবাইয়ে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখেছিলেন নাজমুল হাসান পাপন। এবারের আসরের ফাইনালেও গ্যালারিতে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি।

এবারের আসরে ফাইনালের আগে আরও একটি ম্যাচ বাকি। শুক্রবার (২৬ মে) দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। যে দল জিতবে, তারা ২৮ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে। ওই ম্যাচে উপস্থিত থাকবেন পাপন।

পাপনের আইপিএল ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। এশিয়া কাপের আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনাল দেখতে আহমেদাবাদ আসবেন।’

এবারের এশিয়া কাপের স্বাগতিক দেশ পাকিস্তান। তারা স্বাগতিক হওয়ায় ভারত সেখানে গিয়ে খেলতে নারাজ। বিকল্প ভেন্যু হলে টিম ইন্ডিয়া খেলবে বলে জানিয়েছে। এসব নিয়ে আইপিএল ফাইনাল শেষে জয় শাহ এশিয়ার দেশগুলোর বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনা করবেন। এ সম্পর্কে বিসিসিআই সদস্য সচিব বলেন, ‘আমরা তাদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলাপ করব।’

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের