নারী পুলিশের ১৮০ সদস্য গেলেন কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে

নারী পুলিশের ১৮০ সদস্য গেলেন কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে
বাংলাদেশ পুলিশের ১৮০ নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে গেছেন। আজ শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি) তওফিক মাহবুব চৌধুরী শান্তিরক্ষীদের বিদায় জানান। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ থেকে প্রথম নারী পুলিশের দল কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যান।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোরে পাঁচটায় পুলিশের ১৮০ সদস্য নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে। পুলিশ সুপার মেরিনা আক্তার কিনশাসারে কমান্ডার হিসেবে শান্তিরক্ষা দলের নেতৃত্ব দেবেন। তিনি কিনশাসে অবস্থান করা বাংলাদেশের নারী পুলিশের আরেক দলের নেতৃত্বে থাকা কমান্ডার সালমা সৈয়দ পলির স্থলাভিষিক্ত হবেন।

পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৯ সালে মানবতার কল্যাণ বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। ২০০৫ সালে বাংলাদেশ থেকে প্রথম নারী পুলিশের একটি দল কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যান। এরপর ২০১১ সাল থেকে পুলিশের সদস্যরা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা