পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোরে পাঁচটায় পুলিশের ১৮০ সদস্য নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে। পুলিশ সুপার মেরিনা আক্তার কিনশাসারে কমান্ডার হিসেবে শান্তিরক্ষা দলের নেতৃত্ব দেবেন। তিনি কিনশাসে অবস্থান করা বাংলাদেশের নারী পুলিশের আরেক দলের নেতৃত্বে থাকা কমান্ডার সালমা সৈয়দ পলির স্থলাভিষিক্ত হবেন।
পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৯ সালে মানবতার কল্যাণ বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। ২০০৫ সালে বাংলাদেশ থেকে প্রথম নারী পুলিশের একটি দল কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যান। এরপর ২০১১ সাল থেকে পুলিশের সদস্যরা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন।