ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ।
ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৭ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর কমেছে। আর ৬ দশমিক ৮০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।
সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।
অর্থসংবাদ/এসএম
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                