জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ১৭৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৪৪ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫০ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৪ কোটি ৭৭ লাখ ১ হাজার ১১৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ১ লাখ ৭২ হাজার টাকার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১৯৫ কোটি ২২ লাখ ৪১ হাজার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১৬৫ কোটি ৯৫ লাখ ১৯ হাজার, স্কয়ার ফার্মার ৪৩ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার, বিডি ফাইন্যান্সের ৭২ কোটি ৯১ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৭১ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬৯ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ও লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৮ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।