ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২.০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৯.০৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্সের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ, মেঘনা সিমেন্টের ৬.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫.৩০ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ শেয়ার দর কমেছে।