লোকসানি কোম্পানিতে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

লোকসানি কোম্পানিতে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন লোকসানি পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সর্বোচ্চ। ফলে কোম্পানিগুলোর সর্বোচ্চ দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১ জুন) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে পাঁচটিই ছিল লোকসানি। এসব কোম্পানির মধ্যে বেশ কয়েকটির উৎপাদনও বন্ধ রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে জুট স্পিনার্স লিমিটেড। গত কয়েকদিন ধরে শেয়ারদর উড়তে থাকা কোম্পানিটির আজ দরপতন হয়েছে। বৃহস্পতিবার একদিনেই কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৬ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ।

দরপতনের দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটন লিমিটেডের শেয়ারদর আজ ৮ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর কমেছে ৭ দশমিক ২৬ শতাংশ। আরেক কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারেরও আজ দরপতন হয়েছে। কোম্পানিটি আজ ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে।

সূত্র জানায়, সর্বোচ্চ দরপতন হওয়া চার কোম্পানি সর্বশেষ হিসাববছরে লোকসান দিয়েছে। এর মধ্যে কোন কোন কোম্পানি দীর্ঘ কয়েক বছর ধরে উৎপাদনেও নেই।

বৃহস্পতিবার দরপতনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জিল বাংলা সুগার মিলস, ফেডারেল ইন্স্যুরেন্স, সিনোবাংলা, মাইডাস ফাইন্যান্স এবং ইস্টার্ন হাউজিং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন