পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের মতে, শুধু ভারত নয়, যেকোনো দলই পাকিস্তান সফরের বিষয়ে শঙ্কিত। এবারের এশিয়া কাপ তাই সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হবে বলে তাঁর ধারণা। ইউটিউব চ্যানেল ‘দ্য টুয়েলভথ মেন’–এর এশিয়া কাপের ভেন্যু–বিষয়ক আলোচনায় আসিফ বলেন, ‘আমার মনে হয় না এশিয়া কাপ পাকিস্তানে হবে। কারণ, এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। যেকোনো দলই এখানে আসতে কিছুটা হলেও ভয় পাবে। যে কারণে আমার মনে হয়, এশিয়া কাপ শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে।’
এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভারত ছাড়া আর কোনো দেশ পাকিস্তানে খেলতে যেতে আপত্তি করেনি। একপর্যায়ে এশিয়া কাপ আয়োজনে ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করে পিসিবি।
অর্থসংবাদ/এস.ইউ