ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১০.০ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা কনডেন্স মিল্কের ৯.৮৩ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৯.৭৪ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৯ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৩০ শতাংশ, সিএপিএম বিডিবিএল ফান্ডের ৫.৭৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ৪.৫৫ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৩.৯৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।