শনিবার (১২ সে্প্টেম্বর) কোম্পানি দুইটির মধ্যে পদ্মা ওয়েলের এই চুক্তি সম্পন্ন হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে কোম্পানির নিবন্ধিত ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেল বিক্রির পাশাপাশি এলপিজি (অটোগ্যাস) রি-ফুয়েলিং স্টেশন বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রূপান্তর ওয়ার্কশপ স্থাপন করা হবে। স্থাপনের মাধ্যমে এলপিজি বিক্রির নিমিত্তে আজ শনিবার সকাল ১১টায় ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড, মবিল হাউজ, সিডব্লিউএস (সি)-৯ গুলশান-১ এর সাথে পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেডের চুক্তি সম্পাদন প্রক্রিয়া সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি বিক্রয়ের বিপরীতে অত্র কোম্পানি ০.৫০ টাকা হারে রয়েলটি পাবে।