কলেজ দুটি হচ্ছে- ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সিটি কলেজ।
নির্দেশনায় বলা হয়েছে, এমপিওভুক্তর জন্য ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী ও চাঁদপুর সিটি কলেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রীর নিকট দুটি আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনপত্র দুটি উপস্থাপন করা হলে এমপিওভুক্তর প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেন।
এছাড়া, চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রি স্তর এবং চাঁদপুর সিটি কলেজ এমপিওভুক্তর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
অর্থসংবাদ/এসএম