অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামানকে (কল্লোল) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেক। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৫ জুন) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।