সোমবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফলের ৩ টি মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চুয়াডাঙ্গার বিপ্লব হোসেন। তার রোল নম্বর ডি-১৯৫৭।
মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা মোট তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে। তৃতীয় মেধাতালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএ সহ)। পাশ করা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, ৫ জুন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ডি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
অর্থসংবাদ/সাকিব/এসএম