বুধবার (৭ জুন) ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে ‘ ইউএস. পলিটিক্যাল করাপশন অ্যান্ড ম্যানেজমেন্ট এয়ার্নিংস ফোরকাস্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. হাসিবুল চৌধুরী।
ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ শাহীন মিয়া। বিআইসিএমের রিসার্চ কনসালটেন্ট (খণ্ডকালীন) অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া সেমিনারটি সঞ্চালনা করেন।
ড. হাসিবুল চৌধুরী বলেন, এই গবেষণার মূল বিষয়বস্তু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত কোম্পানিগুলো যখন বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তাদের দ্বারা রাজনৈতিকভাবে দুর্নীতির সম্মুখীন হয়, তখন কোম্পানিগুলো সীমিত আয়ের পূর্বাভাস জারি করে। ওই কোম্পানির সম্পদ যেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের করায়ত্ত না হয় সেলক্ষ্যে কোম্পানিগুলো এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।
এছাড়া কোম্পানিগুলো কম নগদ অর্থ রেখে বিনিয়োগকারীদের বেশি লভ্যাংশ দিয়ে এবং বেশি ঋণ নিয়ে অনেক সময় তাদের সম্পদ ওই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কাছ থেকে রক্ষা করার চেষ্টা করে থাকে। এ গবেষণায় দেখা যায় যে, কম নগদ অর্থ রেখে বিনিয়োগকারীদের বেশি লভ্যাংশ প্রদান এবং বেশি ঋণ গ্রহণের চেয়ে কোম্পানির সীমিত অর্জনের পূর্বাভাস জারি একটি উত্তম কৌশল হিসেবে বিবেচিত হয়।
আলোচনায় অংশ নিয়ে ড. মোহাম্মাদ শাহীন মিয়া বলেন, আলোচ্য গবেষণায় ২০১৮ সাল পর্যন্ত যে তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে তার পরিধি ২০২২ সাল পর্যন্ত করা যেতে পারে। কেননা, বিশ্বব্যাপী করোনা অতিমারীর পরও কোম্পানির আয়ের পূর্বাভাসের ক্ষেত্রে দুর্নীতির প্রভাব লক্ষ্য করা যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এ ধরনের গবেষণা করা যেতে পারে। এতে কোম্পানির আয়ের পূর্বাভাসের ক্ষেত্রে পরিচালক অথবা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিচালকদের দুর্নীতির প্রভাব আছে কি-না, তা উঠে আসবে।
সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের বিষয় নিয়ে আলোচ্য এই গবেষণাটি। আমাদের মতো দেশেও এর গুরুত্ব অনেক বেশি।
আজকের সেমিনারের আলোচ্য বিষয়ের ওপর ভিত্তি করে ইনস্টিটিউটের গবেষকরা যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের গবেষণা কাজ অব্যাহত রাখেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।