এমনকি সৌদি আরবের ক্লাব আল-হিলালের বছরে ১৪ হাজার কোটি টাকার প্রস্তাবেও সম্মত হননি মেসি। শেষ পর্যন্ত তার গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তিতে অর্থের পরিমাণ আল-হিলালের প্রস্তাবের ধারে কাছেও নেই।
কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গেলে তিনি পাবেন আরো অন্যান্য সুবিধা। মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবরটি চাউর করেছে বিবিসি। বার্সেলোনার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত তিনি। তাই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে নিলেন দ্রুতই।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসি পাবেন অ্যাডিডাস এবং অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত এবং অন্যতম শীর্ষ ধনী দুই কোম্পানির সঙ্গে কাজের সুযোগ। যা মায়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত থাকবে।
মূলত বার্সেলোনার মেসিকে ফেরানো নিয়ে গড়িমসিতে বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি, এমনটাই বলছে বিবিসি। সেইসঙ্গে মেসি-রোনালদোকে একই লিগে আবারো দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না কোটি ভক্তের।