ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২৯ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। এদিন কোম্পানিটির ৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার প্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্স ৫ দশমিক ১৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৪ দশমিক ৯৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ৪ দশমিক ৪২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৪ দশমিক ২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৩ দশমিক ৮৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩ দশমিক ৬৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ৬২ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/এসইউ