8194460 আইওএসকো’র এপিআরসির সভায় সভাপতি বিএসইসি চেয়ারম্যান - OrthosSongbad Archive

আইওএসকো’র এপিআরসির সভায় সভাপতি বিএসইসি চেয়ারম্যান

আইওএসকো’র এপিআরসির সভায় সভাপতি বিএসইসি চেয়ারম্যান
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) উদ্যোগে থাইল্যান্ড সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে থাইল্যান্ডের ব্যাংকে ১৩-১৫ জুন আইওএসসিও’র বার্ষিক সভা ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এ সভার অংশ হিসাবে আজ মঙ্গলবার (১৩ জুন) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে আইওএসসিও’র ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিং বোর্ড সভার আলোচনার উপর আলোকপাত করেন। এরপর আইওএসসিও’র বোর্ডের চেয়ারম্যান এবং বেলজিয়ামের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেটিং অথরিটির চেয়ারম্যান জিয়ান পার্ল সার্ভাইস সভায় উপস্থিত এপিআরসি’র সদস্যদের শুভেচ্ছা বিনিময় করে তাঁর মতামত তুলে ধরেন।

এবারের এপিআরসি সভায় সিঙ্গাপুর, চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাগুস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন