টেস্ট শুরুর আগের দিনেও অনিশ্চিত তামিম তাসকিন

টেস্ট শুরুর আগের দিনেও অনিশ্চিত তামিম তাসকিন
পিঠের ব্যথায় অস্বস্তিতে ভোগতেছে তামিম ইকবাল, ইনজুরি কাটিয়ে মঠে ফেরা তাসকিন আহমেদকেও একাদশে রাখা হবে কি না সেটাও অনিশ্চিত। আগামীকাল টেস্ট শুরুর আগের দিনও এ কৌতুহলী প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও সমর্থকদের মনে।

টেস্ট ম্যাচ শুরু হতে ২৪ ঘন্টাও বাকি নেই। আগামীকাল ১৪ জুন সকালে শেরে বাংলায় শুরু বাংলাদেশ আর আফগানিস্তানের টেস্ট। আজ মঙ্গলবার সকালের প্রেস কনফারেন্সে মিললো না তামিম তাসকিনের একাদশে থাকা না থাকার নিশ্চিত জবাব।

বাংলাদেশ দলের হেড চন্ডিকা হাথুরুসিংহেও নিশ্চিত করে বলতে পারলেন না ওপেনার তামিম আর প্রধান পেসার তাসকিন খেলবেন কিনা। দুজনকে নিয়েই বেশ কথা বলেছেন হাথুরু। যার সারমর্ম হলো, আজ মঙ্গলবার প্র্যাকটিসের পর দুজনার সর্বশেষ শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক বিষয় খুঁটিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত।

এদিকে হাথুরু যখন শেরে বাংলার কনফারেন্স হলে কথা বলছিলেন, ঠিক তখনই ইনডোর কমপ্লেক্সের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেটে ব্যাটিং করছিলেন তামিম। ঠিক ৩০ মিনিটের সে প্র্যাকটিস সেশনে তামিম শুধু সামনের পায়ে ব্যাটিং অনুশীলন করলেন। পিছনের পায়ে খেললেন না। তবে কি পিছনের পায়ে ভর করে খেলতে গেলে ব্যথা হয়? এমন প্রশ্ন শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের।

শুধু ব্যাটিংই শেষ কথা নয়। এরপর ফিল্ডিং, ক্যাচিং ও থ্রোয়িং প্র্যাকটিসটাও খুঁটিয়ে দেখা হবে তামিমের। সেখানেও যদি কোনো অসুবিধা হয়, তাও দেখা হবে পাখির চোখে। তাই তামিম সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে আজ প্র্যাকটিসের পর।

দেশসেরা ওপেনারের খেলা না খেলা নিয়ে হাথুরুর কথা, 'আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখব। যদি সব ইতিবাচক মনে হয় তাহলে তামিম খেলবে।’

টাইগার হেড কোচ প্রায় একই কথা বলেছেন তাসকিনকে নিয়েও। তাসকিন সম্পর্কে হাথুরু অনেক কথার ভিড়ে একটি কথা বুঝিয়ে দিয়েছেন, এ পেসারের আপাতত কোনোরকম শারীরিক সমস্যা নেই। পুরোপুরি ফিট।

তারপরও তাসকিনকে শেষ পর্যন্ত খেলানো হবে কিনা, সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কারণ? হাথুরুর কথায় প্রচ্ছন্ন আভাস, সামনে অনেক খেলা। তাসকিন মাত্র ইনজুরি কাটিয়ে উঠলো। তাকে জোর করে খেলাতেই হবে এমন নয়।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে