ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৩ জুন) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ১০ দশকি ৫৬ শতাংশ কমেছে।
ডিএসইর টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৮ দশমিক ০৫ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৬ দশমিক ৯০ শতাংশ শেয়ারপ্রতি দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম