এইচসিএমসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) বোর্ড সদস্য ও ইউরোপীয় আঞ্চলিক কমিটির প্রতিনিধি ভাসিলিকি লাজারাকাউ। বিএসইসির পক্ষে সই করেন সংস্থাটির চেয়ারম্যান ও আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক খাতে বিনিয়োগকারী এবং দুই সংস্থার অধীনে থাকা কোম্পানিগুলির সাথে সরাসরি এবং কার্যকর যোগাযোগের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এইচসিএমসির চেয়ার সিলিকি লাজারাকাউ বলেন, এই চুক্তি বিএসইসির সঙ্গে সহযোগিতা জোরদার করতে সহায়ক হবে। পাশাপাশি আন্তঃসম্পর্কিত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়েও সহায়ক হবে এই চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিস ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম। তিনি বলেন, এই সমঝোতা স্মারক আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি এইচসিএমসি ও বিএসইসির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে যা তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের পথ প্রশস্ত করবে।