ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। যদিও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়ানো হয়েছিল।