ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
সূত্র মতে, আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।
পাওয়ার গ্রীড বিদ্যমান ১০ কোটি টাকা থেকে অনুমোদিত শেয়ার ক্যাপিটাল বাড়াবে। এর মধ্যে ১ হাজার কোটি টাকা লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের ১৫ হাজার কোটি টাকার ১ হাজার ৩০০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।
শেয়ার ক্যাপিটাল বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রেফারেন্স শেয়ার এবং ২ হাজার কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হবে।
কোম্পানিটি ইজিএমের মাধ্যমে বিনিয়োগকারীদের সম্মতি এবং সংঘস্বারক সংশোধনের মাধ্যমে শেয়ার ক্যাপিটাল বাড়াতে পারবে।
কোম্পানিটি আরও জানায়, পাওয়ার গ্রীড সাধারণ ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালু এবং ১০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু করবে। কোম্পানিটি মোট ৪০২ কোটি ১৬ লাখ টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে।
অন্যদিকে কোম্পানিটি ১০ টাকা ফেস্যভ্যালুতে ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার শেয়ার ইস্যু করবে।