জেনে নেওয়া যাক গুগল ম্যাপসে কিভাবে ঠিকানা পরিবর্তন করবেন।
-প্রথমে উপরের ডানদিকে ফোন ব্যবহারকারীরর ছবি অথবা নামের প্রথম অক্ষরের ওপর ক্লিক করতে হবে।
-এরপর সেটিংস থেকে এডিট হোম অথবা ওয়ার্কে যেতে হবে।
-পরে ওভারফ্লো (থ্রি ডট) মেন্যুতে আলতো চাপ দিতে হবে।
-এরপর এডিট হোম সিলেক্ট করতে হবে।
-সার্চ বারে ব্যবহারকারীরর বর্তমান ঠিকানার পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে।
-সার্চ বারে নতুন ঠিকানা দিয়ে গুগলের সাজেশনে আসা ঠিকানায় ক্লিক করলেই হবে।
-স্ক্রিনে ভেসে থাকা তথ্য যাচাইয়ের পর নতুন ঠিকানা আপডেট।
একই কাজ ডেস্কটপেও করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই ডেস্কটপে যেভাবে গুগল ম্যাপের ঠিকানা পরিবর্তন করা যায়।
গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড ও আইওএসে ঠিকানা হালনাগাদ করা খুবই সহজ। সে তুলনায় ডেস্কটপে টাইপ বেশি করতে হয়। তবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়।
-পছন্দের ব্রাউজারটি ব্যবহার করে গুগল ম্যাপসকে সঠিক নির্দেশনা দিতে হবে।
-উপরে ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।
-বর্তমান ঠিকানা খোঁজে পেতে Your places > Labeled বাছাই করতে হবে।
-বর্তমান ঠিকানাটি মুছে ফেলতে এর পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে।
– Set a home address ক্লিক করতে হবে।
-সার্চ বারে নতুন ঠিকানা লিখতে হবে।
-গুগলের দেখানো ঠিকানাটি যাচাই করে দেখতে হবে ঠিক আছে কিনা। এরপরেই নতুন ঠিকানা যুক্ত হয়ে যাবে।
অর্থসংবাদ/এসইউ