সূত্র মতে, আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট বেড়ে ১৩৬৬ এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২১৮১পয়েন্টে দাঁড়িয়েছে।
এসময়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টি কোম্পানির শেয়ারের।
এদিন ডিএসইতে ১৬৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসইউ