এক হবে কারিগরি ও সাধারণ শিক্ষা

এক হবে কারিগরি ও সাধারণ শিক্ষা
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা-নির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেয়ার সুযোগ আরো বাড়ানো হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকার ঘোষিত লক্ষ্য অর্জনের পক্রিয়ায় পরিবর্তন আনার কথা জানান উপমন্ত্রী।

তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী ও অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের ড. ওমর ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবির সভাপতি আব্দুল হামিদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা