শাহীনের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাহীনের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানা হয়ে পল্টন পার্টি অফিসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শিপন মৃধা, সাইফুল ইসলাম ও আবদুল হান্নান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি মোঃ শামিম হোসেন,সহ সভাপতি তানিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত, সুমন সর্দার,জাফর আহমেদ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মোস্তাফিজুর রহমান রুমি, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন,খোরশেদ আলম মুকুল,নাসিম উদ্দিন,রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) শাখাওয়াতুল ইসলাম খান পরাগ,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,মারুফ আহমেদ, মেহেদী হাসান আর্নব সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়