ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩২৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৭৮৪ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫ লাখ ০৮ হাজার ৪৫৯ টাকার বা ২৮ দশমিক ৯৩ শতাংশ।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ৩৫২ পয়েন্টে।
একইসঙ্গে ‘ডিএসই এস’ সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির। আর ১৪১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এসএম