গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৭২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৮১২, ১৪৭৬, ১২৮২, ১৭৯২, ১৮৯২, ১৮২৭, ১৮৯২ ও ২২০২ জন রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪১ হাজার ৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১২ দশমিক ৭৪ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৯ দশমিক ৪৮ শতাংশ পজেটিভ।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ১৭২৪ জন
মোট আক্রান্তের সংখ্যা: ৩৪১০৫৬ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৪৩ জনের
মোট মৃত্যু হয়েছে: ৪৮০২ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ২৪৩৯ জন
মোট সুস্থ হয়েছেন: ২৪৫৫৯৪ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা গিয়েছিলেন ৫৩ জন।
গত সাত দিনে করোনা ভাইরাসে মারা গেছেন যথাক্রমে ২৬, ৩১, ৩৪, ৩৪, ৪১, ৪১ ও ৩৬ জন।
সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮০২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই হাজার ৪৩৯ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৮৭ শতাংশ।