সূত্র মতে, রবিবার (১৮ জুন) ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিলো ৪৬৫ কোটি ৭ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৫৪টি কোম্পানির ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টি শেয়ারের।
অর্থসংবাদ/এসইউ