সূত্র মতে, সোমবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩১৪ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ৫ পয়েন্ট যোগ হয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৩৩ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২০ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১১৫ কোটি ০২ লাখ টাকা বেড়েছে।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৪৫ কোম্পানির। বাকি ২৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম