সূত্র মতে, বুধবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ১ পয়েন্ট যোগ হয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৩০ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৯৯ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৩৯ কোটি ১৭ লাখ টাকা বেড়েছে।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২৪ কোম্পানির। বাকি ৪৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম