কুরবানি দুই দিনে শেষ করার অনুরোধ মেয়রের

কুরবানি দুই দিনে শেষ করার অনুরোধ মেয়রের
বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা ও রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে কুরবানির পশু জবাইয়ের কাজ ঈদের প্রথম দুই দিনের মধ্যে সেরে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুন) খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে নগরবাসীর উদ্দেশে তিনি এ অনুরোধ জানান।

মেয়র বলেন, ‘আমি ঢাকাবাসীর কাছে বিনীত নিবেদন করব, যেন দুই দিনের মধ্যেই পশু কুরবানির কার্যক্রমটা সম্পন্ন করা হয়। আমাদের দীর্ঘদিনের একটি সংস্কৃতি যে, তৃতীয় দিনেও কোরবানি দেওয়া হয়। আমরা যেন সেখান থেকে একটু সরে আসি। আমরা যেন সব কুরবানি প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন করি।’

এবারও ২৪ ঘণ্টার মধ্যে করপোরেশন কুরবানির বর্জ্য সরিয়ে ফেলার কাজ সেরে ফেলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া বর্জ্য অপসারণের নিয়োজিত কর্মীদেরও টানা কাজের পর বিশ্রাম নেওয়ার এবং তাদেরও ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়া উচিত।

মেয়র বলেন, ঈদের রাত থেকে বর্জ্য অপসারণ শুরু করা হয়। একটানা ৭২ ঘণ্টা কাজ করার পর আমাদের জনবলকে বিশ্রাম দেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। তারা কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। কারণ ঢাকাবাসীকে ঈদের আনন্দ উপহার দেওয়ার জন্য, ঢাকাকে পরিষ্কার রাখার জন্য তারা একটানা ৭২ ঘণ্টা কাজ করে। অতএব মানবিক দিক বিবেচনা করে হলেও আমরা এই নিবেদনটা করব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রাজধানীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে যেসব সড়ক
শনিবার রাজধানীর মার্কেট বন্ধ যেসব এলাকায়
শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শনিবার
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার