সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জুন) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে অপর দুই সূচক ‘ডিএস-৩০’ ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক দু’টি যথাক্রমে ১৩৭২ ও ২১৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭৮৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ১৭ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯০টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম