সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জুন) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এ তালিকায় তৃতীয় স্থানে থাকা জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারপ্রতি দর বেড়েছে ৮০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ।
এছাড়াও, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্সিং, মিডল্যান্ড ব্যাংক, মেট্রো স্পিনিং লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আইটি কনসালটেন্ট লিমিটেড।
অর্থসংবাদ/এসইউ