রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাতে বাসস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এ সময় নিজের সাম্প্রতিক জেনিভা সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন সরকার প্রধান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এই সফরের ফলে দুদেশের বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তার ন্ত্রী রেবেকা সুলতানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও এ সময় তাদের ফুলের তোড়া উপহার দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুক্রবার সপরিবারে হজ পালন করতে সৌদি আরব রওনা হবেন বলেও বাসস জানিয়েছে।